Wednesday , September 22 2021

ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে পঙ্গপাল খাচ্ছে মানুষ

ক্ষুধা, ছোট্ট এই শব্দটার মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের বেঁচে থাকার অদম্য তাড়নার অনতিক্রম্য প্রকাশ। ক্ষুধার জ্বালা মেটাতে মানুষ কতটা ঝুঁকি নিতে পারে বলাই তা বাহুল্য।

নতুন খবর হচ্ছে, টানা খরা আর ধুলিঝড়ে ফসল নষ্ট হওয়ায় প্রবল খাদ্যসংকট শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কারে। ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়ে দেশটির দক্ষিণাঞ্চলের জনগণ বুনো পাতা আর পঙ্গপাল খেয়ে ক্ষুধা মেটাচ্ছে।

ডব্লিউএফপির সিনিয়র ডিরেক্টর আমির দাউদি হুঁশিয়ার করেন, মাদাগাস্কারের শিশুরা ভয়ঙ্কর বিপদে আছে। বিশেষ করে ৫ বছরের নীচের শিশুরা উদ্বেগজনক পর্যায়ে অপুষ্টিতে ভুগছে।