Wednesday , September 22 2021

আমি কারও কাছে যাবো না, নানা-নানির কাছে থাকবো: মীম

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছে নোঙর করে রাখা বাল্কহেডের সাথে ধাক্কা লাগা স্পিডবোটের নি’হত ২৬ জনের মধ্যে রয়েছে মীমের বাবা-মা এবং দুই বোনও।

নতুন খবর হচ্ছে, আমি কোথাও যাব’ো না। আমি নানা-নানির কাছে থাকব। এখানেই পড়াশুনা করবো। পদ্মায় স্পিডবোট দু’র্ঘটনায় একইসঙ্গে বাবা, মা ও দুই বোন হারানো খুলনার তেরখাদা উপজেলার অবুধ শিশু মীম মলিন মুখে এ কথা গু’লো বলে।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে তেরখাদা উপজেলার পানতিতা গ্রামে নানা বাড়িতে অবস্থানরত মীম এসব কথা বলে।